ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারি কর্মচারীদের নির্বাচনে অংশগ্রহণে নতুন বিধি ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৩৫:৫৯
সরকারি কর্মচারীদের নির্বাচনে অংশগ্রহণে নতুন বিধি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের অবসরের তিন বছরের আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্টের সমন্বিত বেঞ্চ। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর একই বিষয় সংক্রান্ত চারটি রিট আবেদন খারিজ করা হয়। আদালত জানিয়েছিল, সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণে সময়সীমা নির্ধারণ সংবিধানের পরিপন্থী নয়।

রিট আবেদনে বলা হয়েছিল, ভোটে অংশ নেওয়া নাগরিকের মৌলিক অধিকার। তবে সরকারি কর্মকর্তারা অবসর বা পদত্যাগের আগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সংবিধানের ২৭ অনুচ্ছেদ লঙ্ঘিত হবে না। হাইকোর্ট এই যুক্তি খারিজ করে বৈধতা নিশ্চিত করেছে।

বিচারপতিরা উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে সীমাবদ্ধতা সুশাসন ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতার জন্য অপরিহার্য। এই রায়ের মাধ্যমে নির্বাচনী অংশগ্রহণে নতুন বিধি কার্যকর হবে।

গত ২৯ নভেম্বর বেঞ্চ রিট পিটিশন ও রুলের শুনানি শেষে জানিয়েছিল, যেকোনো সময় রায় দেওয়া হতে পারে। বুধবারের রায়ে বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হলো।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে