ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশে ফিরে তারেক রহমানের যত কর্মসূচি

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:০০:০৩
দেশে ফিরে তারেক রহমানের যত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক প্রবাস জীবনশেষে দেশে ফেরার প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টানা তিন দিনের কর্মসূচি প্রকাশ করেছে দলটি। তাঁর আগমন ও পরবর্তী কার্যক্রম ঘিরে দলীয় ও জাতীয় রাজনীতিতে বাড়ছে আগ্রহ।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

কর্মসূচির ধারাবাহিকতায়, দেশে ফেরার পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানাবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শনিবার তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

দিনের শেষ ভাগে তিনি ওই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে