ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিমান দু-র্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নি-হ-ত

২০২৫ ডিসেম্বর ২৪ ১১:১২:৩০
বিমান দু-র্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নি-হ-ত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে হারিয়েছে দেশটি। প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার স্থলবাহিনীর চিফ অব স্টাফ, সামরিক শিল্প কর্তৃপক্ষের প্রধান, সেনাপ্রধানের এক উপদেষ্টা এবং সামরিক মিডিয়া অফিসের একজন আলোকচিত্রী। এই ঘটনায় লিবিয়ার সামরিক কাঠামোয় বড় ধরনের ধাক্কা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অত্যন্ত বেদনাবিধুর হৃদয়ে এই দুঃসংবাদ পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জাতি ও সশস্ত্র বাহিনীর জন্য এটি অপূরণীয় ক্ষতি। নিহত কর্মকর্তারা নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের সেবা করেছেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবার, সহকর্মী ও লিবিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়া একটি প্রাইভেট জেটের ধ্বংসাবশেষ আঙ্কারার হায়মানা জেলার একটি দুর্গম এলাকায় উদ্ধার করা হয়েছে। ওই বিমানে আল-হাদ্দাদসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।

তিনি জানান, আঙ্কারার এসেনবোবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্যালকন-৫০ মডেলের ওই বিজনেস জেটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে বিমানটি ত্রিপোলির উদ্দেশে যাত্রা শুরু করে এবং রাত ৮টা ৫২ মিনিটে রাডার থেকে পুরোপুরি হারিয়ে যায়।

মন্ত্রী আরও বলেন, দুর্ঘটনার আগে বিমানটি জরুরি অবতরণের সংকেত পাঠিয়েছিল। তবে সেই সংকেতের পর আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানায়, আঙ্কারার আকাশসীমায় ওই বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসেনবোবা বিমানবন্দর থেকে কয়েকটি ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে