ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ

২০২৫ ডিসেম্বর ২৩ ১৯:২০:৩৬
নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন বরেণ্য অভিনেতা ও খল চরিত্রে সুপরিচিত আহমেদ শরীফ। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, যা শিল্পী মহলে কৌতূহল ও আগ্রহ বাড়িয়েছে।

আহমেদ শরীফ জানান, বর্তমানে কিছু ব্যক্তিগত ও পেশাগত কাজের প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। স্বল্প সময়ের মধ্যেই আবার সেখানে ফিরে যাওয়ার পরিকল্পনা থাকলেও নির্বাচনের আগেই দেশে ফেরার কথা রয়েছে তার। ফলে নির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি।

নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, শিল্পী সমিতির কল্যাণে যারা আন্তরিকভাবে কাজ করতে চান, এমন শিল্পীদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠনের ভাবনা রয়েছে। সংগঠনকে এগিয়ে নিতে অভিজ্ঞতা ও ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রয়োজন—এই বিশ্বাস থেকেই তিনি সম্ভাব্য প্যানেল সাজানোর চিন্তা করছেন বলে জানান।

তবে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন আহমেদ শরীফ। এ বিষয়ে তিনি নিয়মিতভাবে শিল্পীদের সঙ্গে আলোচনা করছেন এবং সবার মতামত নিয়েই সিদ্ধান্ত নিতে চান। কয়েক দিনের মধ্যেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠালগ্নেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আহমেদ শরীফ। পরবর্তী সময়ে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি নির্বাচিত হন। সংগঠনের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে