ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সামান্য পতনে থামেনি লেনদেন, স্থিতিশীলতার ইঙ্গিত বাজারে

২০২৫ ডিসেম্বর ২৩ ১৪:৫৬:৩৮
সামান্য পতনে থামেনি লেনদেন, স্থিতিশীলতার ইঙ্গিত বাজারে

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের পর গতকাল (২২ ডিসেম্বর) উত্থানে ফিরেছিল শেয়ারবাজার। তবে সেই উত্থান ধরে রাখতে না পারায় আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সূচকে সামান্য পতন দেখা গেছে। যদিও সূচক কমেছে, টাকার অঙ্কে লেনদেন বেড়েছে, যা বাজার নিয়ে আতঙ্কের কোনো ইঙ্গিত দেয় না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, দিনের শুরুতে আজ শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সকাল ১১টার আগেই প্রধান সূচক প্রায় ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে পৌঁছায়। এরপর সূচক কিছুটা সংশোধনে গেলেও দুপুর ১টা পর্যন্ত আগের দিনের তুলনায় প্রায় ১০ পয়েন্ট উঁচুতে অবস্থান করছিল। তবে শেষ ভাগে বিক্রির চাপ বাড়ায় সূচক ধীরে ধীরে নিম্নমুখী হয়ে দিনশেষে প্রায় ১৪ পয়েন্ট কমে যায়। বাজার পরিস্থিতি বিবেচনায় এই পতনকে স্বাভাবিক ও আতঙ্কহীন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০ দশমিক ৬২ পয়েন্টে। একই দিনে শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ২ দশমিক ৫৮ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৩ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির।

লেনদেনের চিত্রে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আজ ডিএসইতে মোট ৪০৭ কোটি ৪১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি ৪৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৯ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। একই দিনে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই৭ দশমিক৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার৬১৬ দশমিক৯৫ পয়েন্টে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে