ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের প্রত্যাবর্তন

বৃহস্পতিবার যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান বিমানের

২০২৫ ডিসেম্বর ২৩ ১৪:২৭:৪৩
বৃহস্পতিবার যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান বিমানের

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কারণে ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের আগে থেকেই যথেষ্ট সময় নিয়ে বিমানবন্দর পৌঁছানোর অনুরোধ জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) অত্যন্ত ব্যস্ত ও জনসমৃদ্ধ হতে পারে। এতে যানজট ও দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে বলা হয়, ফ্লাইট মিস বা ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

দলের সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতির সম্ভাবনা তৈরি করবেন, যা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চাপ সৃষ্টি করতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, সুষ্ঠু ও নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রীদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে