ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিকোল বনাম শাহরিয়ার: বঙ্গবন্ধু প্রসঙ্গে চরম বিতর্কের মুহূর্ত

২০২৫ ডিসেম্বর ০৬ ১০:৩৬:৪৭
নিকোল বনাম শাহরিয়ার: বঙ্গবন্ধু প্রসঙ্গে চরম বিতর্কের মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক : যমুনা টেলিভিশনের এক লাইভ টকশোতে উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ঘটে, যা সম্প্রতি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেওয়ার প্রসঙ্গে নিকোল ব্যারিস্টারকে বলেন, “আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাসে এখানে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এর প্রতিবাদ জানাচ্ছি।”

নিকোলের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ব্যারিস্টার শাহরিয়ার তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, আলোচনায় ‘মাইনাস ফোর’ তত্ত্ব তুলে আনা হচ্ছে এবং বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতাদের সমালোচনা করেন। তিনি বলেন, “জয় একজন লুটেরা, তাকে এই আলোচনায় আনা রাজনৈতিক অপমৃত্যুর প্রচেষ্টা।”

উভয়ই উচ্চস্বরে তর্কে লিপ্ত হন। নিকোল তাকে থামিয়ে বলেন, “এই অনুষ্ঠানের নিয়ম আছে। ফ্লোর যখন দেব, তখনই আপনি কথা বলবেন। অনুষ্ঠান কীভাবে চলবে, তা আমি নির্ধারণ করি।”

ব্যারিস্টার শাহরিয়ারও উত্তেজিত হয়ে মন্তব্য করেন, “এটা স্বৈরাচারী কায়দা। আমরা আমন্ত্রিত অতিথি, আমাদের কথারও গুরুত্ব থাকা উচিত।”

লাইভ সম্প্রচারের পর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা দুইপক্ষের বক্তব্য নিয়ে নানামুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ নিকোলের দৃঢ়তার প্রশংসা করেছেন, আবার কেউ ব্যারিস্টার শাহরিয়ারের বক্তব্য সমর্থন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে