ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাসিনা ইস্যুতে বড় ধাক্কা, পররাষ্ট্র উপদেষ্টার নতুন মন্তব্য ভাইরাল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:০৬:১৬
হাসিনা ইস্যুতে বড় ধাক্কা, পররাষ্ট্র উপদেষ্টার নতুন মন্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন,“আমরা তাকে চাইছি, যেহেতু তিনি কনভিক্টেড এবং সর্বোচ্চ বিচারিক সংস্থা তার শাস্তি দিয়েছে। তবে এখন পর্যন্ত ভারত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। এ নিয়ে অনুমান করা ঠিক হবে না—দেখা যাক পরিস্থিতি কোনদিকে যায়।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না; ধীরে ধীরে অগ্রগতি হয়। “আমরা অপেক্ষা করছি—ভারতীয় কর্তৃপক্ষ কী প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার বিষয়।”

তারেক রহমানের দেশে ফেরা ও এসএসএফ নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,“তারেক সাহেব কখন আসবেন সে বিষয়ে আমার কাছে তথ্য নেই। তার স্ত্রী হয়তো এসেছেন বা আসছেন। আর বেগম জিয়াকে আজ নেওয়া হচ্ছে না—এয়ার অ্যাম্বুলেন্সে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, তাই কিছুটা দেরি হতে পারে।”

রংপুর সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন,“এ সফর পররাষ্ট্রনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়। আমরা ভাবছি কীভাবে উত্তরবঙ্গকে এগিয়ে নেওয়া যায়। চীনের সহায়তায় নীলফামারীতে ১ হাজার শয্যার হাসপাতাল করা হবে। শুধু নীলফামারী নয়—ভারত, ভুটান থেকেও মানুষ যেন চিকিৎসা নিতে পারে—এমন ব্যবস্থার পরিকল্পনাও রয়েছে।”

ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিপুলসংখ্যক যুবকের বেকারত্ব দূর করতে শিল্পায়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,“আমাদের সময় বেশি নেই। আমরা চেষ্টা করছি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করে দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে দিয়ে অবসর নিতে। সব সংস্কার শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়; নতুন সরকারই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ এগিয়ে নেবে।”

আরাকান আর্মি বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন,“ওরা নন–স্টেট অ্যাক্টর। তাই দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়। তবে যেহেতু এটি আমাদের স্বার্থের বিষয়, তাই আমরা পরিস্থিতি খুব গুরুত্বসহকারে দেখছি।”

চার দিনের সফরে রংপুরে এসে তিনি শুক্রবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।শনিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক ও রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শনের কথা রয়েছে।রবিবার (৭ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরে আসবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে