ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই

২০২৫ ডিসেম্বর ০৫ ১১:০৫:৫১
বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একই পরিবারের দুই সহোদর। টাঙ্গাইল-২ আসনে প্রথম দফায় ঘোষিত প্রার্থী ছিলেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। এবার দ্বিতীয় দফায় টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন পেলেন তার ছোট ভাই, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানেই টাঙ্গাইল-৫ আসনে টুকুর প্রার্থিতা নিশ্চিত করা হয়।

প্রথম দফার তালিকায় টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী না থাকায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, নতুন তালিকা প্রকাশের মাধ্যমে সেটির অবসান হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনের পর তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান এবং পরবর্তীতে শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা টুকু বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার গ্রেফতারসহ বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন।

একই পরিবারের দুই ভাইয়ের ভিন্ন দুই আসনে মনোনয়ন প্রাপ্তি বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, টাঙ্গাইলের স্থানীয় রাজনীতিতে এ ঘটনা নতুন ধারা তৈরি করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে