ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সনাতন প্রার্থী দিয়ে জামায়াতের চমক

২০২৫ ডিসেম্বর ০৫ ১১:০০:২৪
সনাতন প্রার্থী দিয়ে জামায়াতের চমক

নিজস্ব প্রতিবেদক : খুলনা-১ আসনে নতুন রাজনৈতিক চমক দেখাল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বী একজনকে মনোনয়ন দিয়েছে। ডুমুরিয়ার চুকনগর এলাকার ব্যবসায়ী এবং উপজেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী এবার দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টিকে জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন স্থানীয়রা ও বিশ্লেষকরা।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় ছিলেন মাওলানা ইউসুফ। তবে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় কৃষ্ণ নন্দীকে, যা নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

গত কয়েক মাস ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার–এর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত দেখা গেছে কৃষ্ণ নন্দীকে। শুধু অংশগ্রহণই নয়, তাঁর নেতৃত্বে হিন্দু নারী-পুরুষের উপস্থিতিও ছিলো উল্লেখযোগ্য।

মনোনয়ন পেয়ে কৃষ্ণ নন্দী বলেন,“হিন্দু–মুসলিম–বৌদ্ধ–খ্রিস্টান—সবার আগে মানুষ। আমি মানুষের উন্নয়নে কাজ করতে রাজনীতিতে এসেছি। ধর্ম-বর্ণের ভেদাভেদহীন রাজনীতি করতে চায় জামায়াত, তাই তারা আমাকে মনোনয়ন দিয়েছে।”

স্থানীয়দের মতে, জামায়াতের মতো একটি দল থেকে হিন্দু প্রার্থী মনোনয়ন পাওয়ায় চার ধর্মের মানুষের মধ্যেই আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। তাঁদের ধারণা, এটি দলটির নতুন কৌশল হলেও সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন,“সকল ধর্ম-বর্ণের মানুষকে গ্রহণ করে রাজনীতি হওয়া উচিত। তাই এ সিদ্ধান্ত রাজনীতিতে নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে।”

বটিয়াঘাটা ও দাকোপ নিয়ে গঠিত খুলনা-১ আসনে এর আগেও সংখ্যালঘু প্রার্থীর বিজয়ের নজির রয়েছে। তবে এখনো এ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে