ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চমক দেখাল সাবেক মন্ত্রী জাহিদ মালেকের কোম্পানির শেয়ার

২০২৫ ডিসেম্বর ০৫ ০০:২৪:৫২
চমক দেখাল সাবেক মন্ত্রী জাহিদ মালেকের কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পরিবারের মালিকানাধীন কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ারবাজারের শেয়ার দর বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) পতনের বাজারেও ঝড়ের গতিতে বেড়েছে। কোম্পানির আর্থিক অবস্থার চরম অবনতি এবং এই উত্থানের পেছনে কোনো অপ্রকাশিত কর্পোরেট কারণ না থাকা সত্ত্বেও এর দর বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) শেয়ারটির দর ৯.৮৭ শতাংশ বেড়ে ১৬ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ করেছে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক উত্থানে মাত্র ১৫ কর্মদিবসে শেয়ারটির দাম ৮ টাকা ৯০ পয়সা বা ৮৮ শতাংশ দর বেড়েছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই থেকে জানতে চাওয়া হলে কোম্পানিটি জানায়, এই মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে পারে এমন কোনো অপ্রকাশিত, মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। তা সত্ত্বেও, কোম্পানিটির মৌলিক ভিত্তি দুর্বল থাকা সত্ত্বেও শেয়ারটি আগ্রাসী লেনদেন আকর্ষণ করে চলেছে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেক বিডি থাই ফুডের একজন স্পন্সর শেয়ারহোল্ডার, তার কাছে কোম্পানির ১১.৪১ শতাংশ শেয়ার রয়েছে। তার বোন রুবিনা হামিদ কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে এবং ছেলে রাহাত মালেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পরিবার ২০১০ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করে এবং ২০২২ সালে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির আর্থিক তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি গুরুতর সংকটের মধ্যে রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিডি থাই ফুড ৪ কোটি টাকা লোকসান দেখিয়েছে, যার শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ২ পয়সা। লোকসান বেড়ে যাওয়ার কারণে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে