ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিএসই'র বোর্ডে আসছেন হানিফ ভূঁইয়া ও সাজেদুল ইসলাম

২০২৫ ডিসেম্বর ০৫ ০০:১২:২০
ডিএসই'র বোর্ডে আসছেন হানিফ ভূঁইয়া ও সাজেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা শেয়ারবাজার (ডিএসই)-এর প্রধান শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করে আগামী তিন বছরের জন্য ডিএসই'র পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন হানিফ ভূঁইয়া এবং সাজেদুল ইসলাম। আগামী ১৮ ডিসেম্বর ডিএসই'র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন নির্বাচিত পরিচালকরা দায়িত্ব গ্রহণ করবেন এবং বর্তমান পরিচালকরা পদ থেকে অবসর নেবেন।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি, তবে শূন্য থাকা দুটি পদের বিপরীতে কেবল দুটি মনোনয়নই জমা পড়েছিল। মনোনীতরা হলেন—রাপিড সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হানিফ ভূঁইয়া এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল ইসলাম।

যেহেতু অন্য কোনো প্রার্থী এই দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাই পরিচালক পদ দুটিতে কোনো ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। ডিএসই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নির্বাচনের তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। ডিএসই নির্বাচন পরিচালনার জন্য বিচারপতি মো. আবদুস সামাদকে চেয়ারম্যান করে এবং মোহাম্মদ ইব্রাহিম ও ড. মো. জহিরুল ইসলামকে সদস্য করে একটি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল।

এই দুজন পরিচালক শাকিল রিজভী স্টক-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং জাহান সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন, যাদের তিন বছরের মেয়াদ ডিসেম্বরে শেষ হতে চলেছে।

ডিমিউচুয়ালাইজেশন স্কিমের অধীনে ডিএসই পর্ষদ মোট ১৩ জন সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে সাত জন স্বতন্ত্র পরিচালক, চার জন শেয়ারহোল্ডার পরিচালক, কৌশলগত বিনিয়োগকারী বিভাগ থেকে একজন প্রতিনিধি এবং ডিএসই'র ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে