ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ট্রাক ছিনতাই

২০২৫ ডিসেম্বর ০৪ ১৯:৩৩:০৮
রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের একটি রডবাহী ট্রাক ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২টার পর রূপগঞ্জ থানাধীন কাঞ্চন টোল প্লাজার সামনে সংঘটিত হয়।

রডবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রহিমা গ্রুপের ফ্যাক্টরি ইনচার্জ মো. হারুন মিয়া। অভিযোগে বলা হয়েছে, শাহ সুলতান শান্ত ও মো. রিপন হাওলাদারসহ ১-২ জনকে অজ্ঞাত ব্যক্তিসহ অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড থেকে ৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের রড ট্রাকে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকটি ছিনতাই করা হয়। অভিযুক্তরা ট্রাকটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে