ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জোবাইদা দেশে ফেরার আগেই খালেদা জিয়া যাচ্ছেন লন্ডনে

২০২৫ ডিসেম্বর ০৪ ১৮:২০:২৫
জোবাইদা দেশে ফেরার আগেই খালেদা জিয়া যাচ্ছেন লন্ডনে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রওনা হয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। ফ্লাইটের ব্যবস্থা দ্রুত চূড়ান্ত হলে, জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর আগেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রস্তুতি রয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী।

জোবাইদা রহমানের বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর দোয়া ও কূটনৈতিক সহায়তার ফলে খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে দ্রুত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা–সমন্বয়ের কেন্দ্রবিন্দুতে থাকা ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন। তিনি আজই দেশের উদ্দেশে রওনা দিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে নিজে উপস্থিত থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিতে পারেন।

তবে তার আগেই ফ্লাইট প্রস্তুত হলে চিকিৎসা–দল লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। এ জন্য লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

মাহদী আমিন আরও জানান, এই পুরো চিকিৎসা প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরবর্তীতে কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়া ধরা পড়ে।দেশি–বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে