ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পতনেও সমান তালে মুনাফা দিচ্ছে দুই কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৪ ১৬:১৩:০৩
পতনেও সমান তালে মুনাফা দিচ্ছে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের অবস্থা খুব একটা সন্তোজনক নয়। একদিন সূচকের উত্থান হলেও টানা কয়েকদিন পতন ঘটে। এতে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভাড়ি হওয়ার পাশাপাশি পুঁজি ফেরত পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে বিনিয়োগকারীরা। কিন্তু এমন বৈরি পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীদেরকে সমান তালে মুনাফা দিয়ে যাচ্ছে তালিকাভুক্ত দুই কোম্পানি। এই দুই কোম্পানি ধারাবাহিক দর বেড়ে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং স্ট্যান্ডার্ড সিরামিকস। কোম্পানি দুইটিতে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। একই সঙ্গে কোম্পানিটির শেয়ার দর গত এক মাসের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।

কোম্পানি দুটির মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে বিডি থাই ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। গত এক মাসের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে দ্বিগুনেরও বেশি।

আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা থেকে ১৬ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত এক মাসে কোম্পানিটির ২৬ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৫৭ টাকা ৩০ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার দর ৬৭ টাকা ১০ পয়সা থেকে ৭১ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৮৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত এক মাসে কোম্পানিটির ২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে