ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইকবাল মাহমুদের দুর্নীতি অভিযোগে তদন্তে নামল দুদক

২০২৫ ডিসেম্বর ০১ ২২:৩১:১৬
ইকবাল মাহমুদের দুর্নীতি অভিযোগে তদন্তে নামল দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এটি দুদকের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানকে তদন্তের আওতায় আনা হলো।

সোমবার (০১ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি জানান, কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে।

দুদকের অভ্যন্তরীণ সূত্র বলছে, আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক ছিল ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুলের। এ সম্পর্ককে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, মিঠু ও বকুল একযোগে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ছাড়া মিঠুর কাছ থেকে গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগও তোলা হয়েছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে। দুদক তাকে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত করবে। পাশাপাশি তার ভাই বকুলের সম্পদের উৎসও খতিয়ে দেখা হবে।

দুদক জানায়, গত ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে মিঠুর দেওয়া তথ্যের মাধ্যমেই ইকবাল মাহমুদের নাম উঠে আসে, এবং একই সূত্র ধরেই অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে