ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চাকরিজীবীদের জন্য মিলছে ৩ দিনের লম্বা ছুটি

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:৩৭:২০
চাকরিজীবীদের জন্য মিলছে ৩ দিনের লম্বা ছুটি

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরের দিন শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো তিনদিন বন্ধ থাকবে।

চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরে মোট দুটি সাধারণ ছুটি রয়েছে। এই দুই ছুটির মধ্যে একটি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় তিন দিনের বিরতি পাওয়া সম্ভব হচ্ছে। এর আগে বছরের মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সরকারি ছুটি হিসেবে পালন করা হয়েছে।

এছাড়া, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি উপদেষ্টা পরিষদের অনুমোদন পেয়েছে। তবে আগামী বছর সরকারি ছুটির সংখ্যা এবার কমে ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে মূল ছুটি হবে ১৯ দিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে