ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

২০২৫ ডিসেম্বর ০১ ১৬:৩১:০০
তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত নন—এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি জানিয়েছেন, নিয়ম অনুযায়ী আবেদন করলে এবং কমিশন অনুমোদন দিলে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও থাকবে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন— “কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইন অনুযায়ী, আবেদন করলে যে কেউই পরবর্তীতে ভোটার হতে পারেন। তারেক রহমানের ক্ষেত্রেও নিয়ম একই।”

তিনি আরও উল্লেখ করেন, ভোটার না হওয়ায় বর্তমানে তিনি ভোট দিতে বা প্রার্থী হতে পারেন না। তবে আইনগতভাবে বাধা নেই—অর্থাৎ কমিশনের সিদ্ধান্ত ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি ভোটার হতে পারবেন।

এরই মধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেন—বাংলাদেশ ফেব্রুয়ারির শুরুতেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে।

তিনি জানান—নির্বাচন কমিশন খুব শিগগির তফসিল ঘোষণা করবে, নিরাপত্তায় রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, অভূতপূর্ব পরিমাণে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, নতুন ডিসি ও এসপি নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এগুলো নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি।

এছাড়াও তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে বলেন—জিল্লুর রহমান বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে; তবে সরকারের দৃষ্টিতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।তিনি প্রশ্ন তোলেন—“কেন তিনি বারবার ১৯৯৬, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কথা তুলছেন?”

শফিকুল আলম আরও দাবি করেন—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলকে নির্বাচনে না রাখলে নির্বাচন অগ্রহণযোগ্য—এ ধারণাকে সরকার সমর্থন করে না, অধিকাংশ নাগরিকও এই মতকে সমর্থন করেন না, আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে সওয়াল করছে না।

তার মতে, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও মনে করেন—আওয়ামী লীগ ক্ষমা চাওয়া বা মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন—দলটি এখনও রাজনৈতিকভাবে সহিংস কৌশলকে লাভজনক মনে করে।

প্রেস সচিব বলেন—জিল্লুর রহমানের সাম্প্রতিক কিছু অনলাইন ভিডিওতে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করা হয়েছে।এছাড়া তিনি নাজমুল আহসান কলিমুল্লাহ ও গোলাম মাওলা রনির মতো বিতর্কিত ব্যক্তিদের বক্তব্যও প্রচারের সুযোগ দিয়েছেন বলে দাবি করেন।

শফিকুল আলম শেষে বলেন—1️⃣ জনগণ নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবে

2️⃣ “আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে