ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কয়েক ঘণ্টার ব্যবধানে তিন স্থানে আগুন

২০২৫ ডিসেম্বর ০১ ১১:২৫:০৬
কয়েক ঘণ্টার ব্যবধানে তিন স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে গাজীপুরের টঙ্গী মাঝুখান, মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এবং কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দিঘির পার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে টঙ্গীর মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আরও দুটি গুদামে ছড়িয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি গুদামের মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

অপরদিকে, কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়া নামে এক ব্যবসায়ীর ঝুট গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে কলোনির ৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখেই আশপাশের মানুষজন চেষ্টা চালান, পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোর বেলা থেকে তিনটি আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে