ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে যা বলছেন আহমাদুল্লাহ 

২০২৫ ডিসেম্বর ০১ ১৬:২৪:১০
মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে যা বলছেন আহমাদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক : মৃত্যু মানুষের জীবনের অবিচ্ছেদ্য ও নিশ্চিত সত্য। পৃথিবীতে যে-ই জন্মগ্রহণ করে, তাকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে—এ সত্য অস্বীকার করার উপায় নেই। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা তোমাদের কাজের পূর্ণ প্রতিদান পাবে কিয়ামতের দিন।” (সুরা আলে ইমরান: ১৮৫, সুরা আনকাবুত: ৫৭)

ধনী-গরিব, ক্ষমতাবান-অক্ষম, রাজা-প্রজা—সকলের জন্যই মৃত্যু অবধারিত। আমরা যে দুনিয়ায় বাস করি, এটি ক্ষণস্থায়ী। এখানে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশার-নিরাশা—সবই অস্থায়ী।

কিন্তু মানুষ প্রায়ই মৃত্যুর কথা ভুলে থাকে, দুনিয়ার মোহে ডুবে যায়। অথচ আল্লাহ তায়ালা বলেন—“যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন তারা তা থেকে এক মুহূর্তও পিছিয়ে বা এগিয়ে যেতে পারবে না।” (সুরা নাহল: ৬১)

হাদিসে এসেছে,মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তাকে জান্নাত বা জাহান্নামে তার স্থায়ী ঠিকানার পরিচয় দেখানো হবে।রাসুল (সা.) বলেন—“সে যদি জান্নাতি হয়, তাকে জান্নাতের বাসস্থান দেখানো হবে; আর যদি জাহান্নামী হয়, তবে জাহান্নামের বাসস্থান দেখানো হবে।” (তিরমিজি: ১০৭২)

সমাজে একটি প্রচলিত ধারণা পাওয়া যায়—মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না।অনেকে বিষয়টি গভীরভাবে বিশ্বাসও করে থাকেন। কিন্তু ইসলামে এমন কোনো কথা নেই।

প্রখ্যাত ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ তার নিয়মিত লাইভ আলোচনায় বলেন—“মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না—এ কথা কোরআন বা হাদিসের কোথাও নেই। এটি পুরোপুরি ভুল ও ভিত্তিহীন ধারণা।”

তিনি ব্যাখ্যা করেন—যদি ভাই-বোন জান্নাতের অধিবাসী হন, তবে তাদের অবশ্যই দেখা-সাক্ষাৎ হবে।কোরআনেও মৃত্যুর পর ভাই-বোনের সাক্ষাতের ইঙ্গিত রয়েছে।

শায়খ আহমাদুল্লাহ সুরা আবাসার ৩৪ নম্বর আয়াত উল্লেখ করেন—“সেদিন (কিয়ামত) মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে।”

তিনি বলেন,“মানুষ যদি কিয়ামতে নিজের ভাই থেকে পালাবে, তাহলে বুঝাই যায়—তাদের দেখা-সাক্ষাৎ হবেই। দেখা না হলে পালানোর প্রশ্নই আসে না। তাই যারা বলে মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না—তাদের কথা সম্পূর্ণ ভুল।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে