ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

শেখ পরিবার ছাড়াও আরো ৬ জনকে কারাদণ্ড

২০২৫ নভেম্বর ২৭ ১৪:০০:০৯
শেখ পরিবার ছাড়াও আরো ৬ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির তিন মামলায় দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার তিন মামলার রায় ঘোষণা করেন।

শেখ পরিবার ছাড়াও মামলায় ২০ জন অন্যান্য আসামি রয়েছেন, যার মধ্যে গ্রেপ্তার রয়েছেন মাত্র একজন। রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম গত ২৯ অক্টোবর আত্মসমর্পণ করলে আদালত তাকে লঘু শাস্তি হিসেবে ১ বছর করে তিন মামলায় মোট ৩ বছরের কারাদণ্ড দেন।

অন্য গুরুত্বপূর্ণ সাজাপ্রাপ্তরা:

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ – ৩ মামলায় ৬ বছর করে, মোট ১৮ বছর

সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার – ৩ মামলায় ৬ বছর করে, মোট ১৮ বছর

সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন – ৩ মামলায় ৬ বছর করে, মোট ১৮ বছর

গৃহায়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার – ৩ মামলায় ৬ বছর করে, মোট ১৮ বছর

সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন – ২ মামলায় ৬ বছর করে, মোট ১২ বছর

রাজউকের সাবেক সদস্য মো. খুরশীদ আলম – ৩ মামলায় ১ বছর করে, মোট ৩ বছর

তিন মামলায় অভিযোগের মূল বিষয় ছিল জাল রেকর্ডপত্র তৈরি, অবৈধ প্লট বরাদ্দ ও সরকারি সম্পত্তি আত্মসাৎ।

প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জন অভিযুক্ত, দ্বিতীয় মামলায় ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে