ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

এবার এমডি হতে হলে বাধ্যতামূলক নতুন নির্দেশনা 

২০২৫ নভেম্বর ২৭ ১১:৩৬:০০
এবার এমডি হতে হলে বাধ্যতামূলক নতুন নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংক আজ (২৬ নভেম্বর) ব্যাংকিং খাতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের জন্য নতুন মানদণ্ড ঘোষণা করেছে। নতুন সার্কুলারে বলা হয়েছে, এমডি পদে পদোন্নতি পেতে প্রার্থীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পৃথক বা সমন্বিতভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

এর আগে নিয়মে শুধু পূর্ববর্তী পদে দুই বছরের অভিজ্ঞতা থাকা শর্ত ছিল, যেখানে এএমডি বা ডিএমডি পদে কাজের অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখ ছিল না। নতুন প্রজ্ঞাপনে এটি স্পষ্টভাবে বাধ্যতামূলক করা হয়েছে, যা আগের তুলনায় কঠোর পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের জ্যেষ্ঠ পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকা এবং জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা প্রার্থীরাও এমডি পদে মনোনীত হতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন এই নির্দেশনা সিনিয়র নেতৃত্বের দক্ষতা ও নীতিনির্ধারণী ক্ষমতা নিশ্চিত করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে