ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে জালিয়াতি

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলায় পাল্টে গেল পরিস্থিতি

২০২৫ নভেম্বর ২৭ ১১:০৯:৪৩
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলায় পাল্টে গেল পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) নির্ধারিত দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়সাল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ তারিখ ধার্য করেন।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন—সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম। আসামিদের বিরুদ্ধে শেয়ারবাজারে অবৈধ লেনদেন ও কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো, প্রতারণামূলক ট্রেডিং এবং গেম্বলিং কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিও অ্যাকাউন্ট ব্যবহার করে সিরিজ ট্রানজেকশন, অ্যাকটিভ ট্রেডিং, গেম্বলিং এবং স্পেকুলেশনের মাধ্যমে বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করেন এবং নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বাড়িয়ে দেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন এবং বিপুল অঙ্কের অর্থ হারান। অভিযোগে আরও বলা হয়েছে, এই কারসাজির মাধ্যমে আসামিরা মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেন, যা ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে চিহ্নিত।

দুদক মামলাটির তদন্ত পরিচালনা করছে এবং তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সময় চাইতে থাকে। আদালত বিষয়টি বিবেচনা করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে