ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম মালয়েশিয়া: রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৫ নভেম্বর ২৬ ২১:৩৬:৩৪
বাংলাদেশ বনাম মালয়েশিয়া: রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

সরকার ফারাবী: প্রায় ১৩ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে এসে প্রত্যাশিত সূচনা করতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। তিন জাতি সিরিজের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ০–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। তিন বছর আগে যাদের ৬–০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই এবার হতাশার মুখে পড়তে হলো স্বাগতিকদের।

ম্যাচের নির্ধারক গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে। মালয়েশিয়ার আইনসিয়া বিনতি মুরাদের সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। শুরুতে বাংলাদেশই ছিল আক্রমণে ধারালো। সপ্তম মিনিটে সুলতানার পাস থেকে ডান প্রান্তে বল পেয়ে শামসুন্নাহার জুনিয়র দারুণ এক ক্রস বাড়ালেও ঋতুপর্ণার চেষ্টাটি পোস্টে রাখতে পারেনি। পরের মিনিটে আরও একটি সম্ভাবনাময় আক্রমণ তৈরি হলেও ফল আসেনি দুর্বল ফিনিশিংয়ের কারণে।

এর আগে থাইল্যান্ড সফরে টানা বড় হারের পর বাংলাদেশের হাই লাইন ডিফেন্স সমালোচিত হয়েছিল। সেই একই কৌশল আবারও ভুগিয়েছে লাল–সবুজদের। মাঝমাঠ থেকে নুহাদফিনা মোফ ফিরদাউসের নিখুঁত চিপ পাসে আইনসিয়া দ্রুতগতিতে এগিয়ে গিয়ে কোহাতিকে পেছনে ফেলেন। তাঁকে থামাতে রুপনা চাকমা পোস্ট ছেড়ে এগিয়ে এলেও কোনাকুনি বামপায়ের শটে গোল করেন মালয়েশিয়ার এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে কোচ বাটলার নামান মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন এবং স্বপ্না রানীকে। এতে খেলার ছন্দ কিছুটা বদলালেও কাঙ্ক্ষিত গোল আর এলো না। ৫৫ মিনিটে দুইবার বাংলাদেশের হাই লাইন ভেদ করে মালয়েশিয়া বিপজ্জনক আক্রমণ তুলেছিল, কিন্তু রুপনার বীরত্বে সেই আঘাত সামলে ওঠে দল।

৬২ মিনিটে আবারও রক্ষণভাগের ভুলে সুযোগ পান আইনসিয়া। আফঈদা ও কোহাতিকে ছাড়িয়ে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে রুপনার দৃঢ়তায় বিপদমুক্ত হয় স্বাগতিকরা। ৬৮ মিনিটে সুলতানার থ্রু পাস ধরে ঋতুপর্ণার দারুণ ক্রসে সাগরিকা হেড নিলেও বল পোস্ট ঘেঁষে বাইরে গেলে সমতা হাতছাড়া হয়।

শেষ দিকে বারবার আক্রমণে গেলেও মালয়েশিয়ার রক্ষণভাগ ছিল সুসংগঠিত। ইনজুরি টাইমে নুরফাজিরা বিনতি সানির একক প্রচেষ্টা রুপনা ঠেকিয়ে দেন। শেষ মুহূর্তে মারিয়া মাণ্ডা একাই ডিফেন্স ভেদ করে বক্সে ঢুকে শট নিলেও মালয়েশিয়ার গোলরক্ষক নুরুল আজুরিন সেভ করে দেন।

অবশেষে ০–১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফঈদাদের। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ফেরা তাই আর স্মরণীয় হয়ে উঠল না।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে