ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

চট্টগ্রামে 'ইয়ুথ চ্যাম্পিয়নস' আয়োজনে ইউনিলিভার

২০২৫ নভেম্বর ২৫ ২০:৫৫:৫১
চট্টগ্রামে 'ইয়ুথ চ্যাম্পিয়নস' আয়োজনে ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তার সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)-এর সঙ্গে যৌথভাবে চট্টগ্রাম নগরীতে তরুণদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বাড়াতে এবং কার্যক্রমে উৎসাহিত করতে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশগত স্থিতিশীলতা এবং প্লাস্টিক বর্জ্যের দায়িত্বশীল ব্যবস্থাপনাকে উৎসাহিত করা।

কোম্পানিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ইভেন্টটিতে প্রায় ২০০ জন তরুণ অংশগ্রহণ করেন, যারা পরিবেশগত স্থায়িত্ব এবং বর্জ্য ব্যবস্থাপনায় সমর্থন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আয়োজকরা বলেন, চট্টগ্রামসহ শহরাঞ্চলে ক্রমবর্ধমান পরিবেশগত চাপ, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউবিএল, সিসিসি এবং ওয়াইপিএসএ ২০২২ সাল থেকে একটি বহু-অংশীজনভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা মডেল বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত ৩০,০০০ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার করা সম্ভব হয়েছে। ফলস্বরূপ, এলাকাগুলো পরিচ্ছন্ন হয়েছে, বর্জ্য শ্রমিকদের জন্য কাজের পরিবেশ নিরাপদ হয়েছে এবং দুর্বল জনগোষ্ঠীর জীবিকা উন্নত হয়েছে।

এই বছরের কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণদের নির্বাচন করা হয়েছে ৪১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং আবেদনকারীর মধ্য থেকে। এদের মধ্যে ৪১টি সিসিসি ওয়ার্ডের ৮২ জন তরুণ স্বেচ্ছাসেবক, ২০ জন তরুণ সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর পরিবেশ ক্লাব থেকে ৯৮ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল। এই অংশগ্রহণ চট্টগ্রামে স্থায়িত্বের প্রচেষ্টায় তরুণদের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকেই প্রতিফলিত করে। অনুষ্ঠানটিতে তরুণ নেতৃত্ব, ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই অনুশীলনগুলোর ওপর বিভিন্ন থিম্যাটিক সেশন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই সেশনগুলো অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান দিয়েছে, নেতৃত্ব দক্ষতা জোরদার করেছে এবং পরিবেশগত কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিসির উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউবিএল-এর কর্পোরেট অ্যাফেয়ার্স পার্টনারশিপস এবং কমিউনিকেশনস ডিরেক্টর শামীমা আখতার এবং ওয়াইপিএসএ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

সিসিসি উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, “প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চট্টগ্রামের টেকসই উন্নয়নের জন্য একটি মূল অগ্রাধিকার এবং তরুণদের সক্রিয় সম্পৃক্ততা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সমাজের অংশগ্রহণকে শক্তিশালী করে।” ইউবিএল-এর পরিচালক শামীমা আখতার বলেন, “পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের আবেগ এবং সৃজনশীলতা রয়েছে এবং ইউবিএল তাদের নেতৃত্বকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ইউনিলিভার জানিয়েছে, ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট ২০২৫’ কর্মসূচিটি স্থায়িত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগগুলোর প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। আয়োজকরা আরও জানান, ইউবিএল ২০২২ সাল থেকে একটি অর্থনৈতিক মডেল তৈরি করছে যা প্লাস্টিকের সার্কুলারিটি বা বৃত্তাকার অর্থনীতিকে সমর্থন করে। এই কর্মসূচির লক্ষ্য হলো তরুণদেরকে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি পরিচ্ছন্ন চট্টগ্রাম গঠনে সহায়তা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অনুপ্রেরণা দিয়ে সজ্জিত করা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে