ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ফার্মা খাতের কোম্পানির এমডি কিনলেন ৩.৩৩ লাখ শেয়ার

২০২৫ নভেম্বর ২৫ ২০:৫০:০৮
ফার্মা খাতের কোম্পানির এমডি কিনলেন ৩.৩৩ লাখ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম তাঁর ঘোষিত শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১৭ নভেম্বর মো. সালাম ওবায়দুল করিম এই শেয়ার কেনার আগ্রহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন। নির্ধারিত সময়সূচি অনুসরণ করে তিনি শেয়ার কেনার কাজটি সম্পন্ন করেছেন।

কোম্পানির এমডি কিংবা পরিচালক পর্যায়ের ব্যক্তিদের শেয়ার ক্রয়কে বাজারে ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখা হয়। এটি প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ও শক্ত ভিত্তির প্রতি পরিচালকের আস্থা বাড়ায়, যা বিনিয়োগকারীদের জন্যও অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে