ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

১২ ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের অস্বাভাবিক চাহিদা

২০২৫ নভেম্বর ২৩ ১১:৫১:০১
১২ ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের অস্বাভাবিক চাহিদা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনের শুরুর এক ঘন্টার মধ্যে পতনের বাজারে ডজনেরও বেশি কোম্পানির শেয়ারে তীব্র বিক্রেতা সংকট দেখা গেছে। এই কোম্পানিগুলোর শেয়ার কিনতে ক্রেতারা আগ্রহ দেখালেও বিক্রেতার অভাবে সেগুলোর দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় আটকে যায়। এই তালিকায় থাকা প্রায় সবগুলো কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরির।

যেসব কোম্পানির শেয়ারে আজ লেনদেনের শুরুতে বিক্রেতা সংকট দেখা যায়, সেগুলো হলো—অ্যাপেলো ইস্পাত, বিআইএফসি, ফাস ফাইন্যান্স, ইনটেক, খুলনা প্রিন্টিং, ন্যাশনাল টি কোম্পানি, ন্যাশনাল ব্যাংক, নূরানী ডাইং, ফিনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

এই ১৩টি কোম্পানির শ্রেণিবিভাগ বিশ্লেষণ করে দেখা গেছে, এই তালিকার ইনটেক অনলাইন শেয়ারটি ‘বি’ ক্যাটাগরির হলেও, বাকি সবগুলোই ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। অর্থাৎ, কোম্পানিগুলো হয় দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে অথবা বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিক্রেতা সংকটের অর্থ হলো ওই নির্দিষ্ট দামে শেয়ার বিক্রির কোনো আগ্রহ নেই। সাধারণত এই ধরনের শেয়ারে উচ্চ স্পেকুলেটিভ ডিমান্ড বা জল্পনাভিত্তিক চাহিদা তৈরি হলেই এমন পরিস্থিতি দেখা যায়। জেড ক্যাটাগরির শেয়ারে এই ধরনের অস্বাভাবিক আগ্রহ বৃদ্ধিকে সাময়িকভাবে ইতিবাচক হিসেবে দেখা হলেও, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবণতা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দ্রুত দরপতনের আশঙ্কা তৈরি করে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে