ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ

২০২৫ নভেম্বর ২৩ ১০:৫৭:৪৫
১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প ও ধারাবাহিক আফটারশকে সৃষ্ট জরুরি পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক সব হল আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা এবং পরবর্তী কাঁপুনিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। বুয়েটের বিশেষজ্ঞদের মূল্যায়ন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রধান প্রকৌশলীর মতামত পর্যালোচনায় দেখা গেছে, বেশ কয়েকটি আবাসিক হলে ঝুঁকি চিহ্নিত হয়েছে এবং জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে। এসব সংস্কার শুরু করার আগে হলগুলো খালি করা অপরিহার্য বলে সিদ্ধান্ত হয়।

এ কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আবাসিক হলগুলোতে জরুরি পরিদর্শন ও ঝুঁকি মূল্যায়ন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত হল খালি করতে সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও কার্যালয় কার্যক্রম নিয়মিতভাবে চলবে। জরুরি সভায় সিন্ডিকেট সদস্য ছাড়াও চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শতবর্ষী আবাসিক ভবনগুলোতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে