ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

পাঁচ দেশে কাগুজে রপ্তানির খেলা: ২২ কোটি টাকার কারসাজি

২০২৫ নভেম্বর ২৩ ১০:৫২:৫২
পাঁচ দেশে কাগুজে রপ্তানির খেলা: ২২ কোটি টাকার কারসাজি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কোনো পণ্য না পৌঁছালেও কাগজে–কলমে পাঁচ দেশে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি দেখিয়ে প্রায় ২২ কোটি টাকার জালিয়াতি করেছে ডিওই (দো) এমপেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরে রপ্তানির তথ্য দেখিয়ে ব্যাংকে প্রত্যাবাসন দেখিয়েছে ২২ লাখ ১৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৬০ লাখ টাকা। পাশাপাশি রপ্তানি প্রণোদনা হিসেবে তুলে নিয়েছে আরও ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দীর্ঘ অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে। এর মধ্যে মাত্র সাতটি চালানের বাস্তব রপ্তানির প্রমাণ মিললেও বাকি ৩৪টি চালান সম্পূর্ণ ভুয়া। এসব ভুয়া চালান দেখিয়ে ব্যাংক থেকে প্রোসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট (পিআরসি) সংগ্রহ করা হয় এবং সরকার ঘোষিত নগদ সহায়তাও উত্তোলন করা হয়। তদন্তে আরও উঠে এসেছে, পুরো প্রতারণায় প্রতিষ্ঠানটি তিনটি অস্তিত্বহীন শিপিং এজেন্ট ব্যবহার করেছে—যাদের কোনো রেজিস্ট্রেশন বা আইনি বৈধতা নেই।

চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও সহকারী কমিশনারদের ইউজার আইডি, পাসওয়ার্ড, সিল ও স্বাক্ষর ব্যবহার করে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ভুয়া তথ্য আপলোড করা হয়েছে। অগ্রণী ব্যাংক ও সংশ্লিষ্ট অডিট ফার্ম প্রয়োজনীয় যাচাই না করেই এসব নথি গ্রহণ ও প্রণোদনার অর্থ ছাড় দিয়েছে। ফলে সরকারি অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং এবং জাল–জালিয়াতির একটি সুপরিকল্পিত চক্রের প্রমাণ পেয়েছে দুদক। অনুসন্ধানে রপ্তানিকারক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি, কয়েকটি সিএন্ডএফ এজেন্ট, বিভিন্ন অডিট প্রতিষ্ঠানের কর্তা, চট্টগ্রাম কাস্টমসের ১১ জন কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তাসহ মোট ২৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

দুদক জানিয়েছে, কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, রপ্তানির নামে জালিয়াতি করে নগদ সহায়তা গ্রহণের এমন ঘটনা আগেও দেখা গেছে; চলমান অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে