ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

৬টা ৬ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত

২০২৫ নভেম্বর ২২ ১৮:৩৫:৩৭
৬টা ৬ মিনিটে ফের ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩-৫ সেকেন্ড এ ভূমিকম্পে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়। এর মাত্রা ৩ দশমিক ৭ বলে জানা গেছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা।

এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে