ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পে কম ঝুঁকিতে যেসব জেলা

২০২৫ নভেম্বর ২২ ১৪:৩৪:০০
ভূমিকম্পে কম ঝুঁকিতে যেসব জেলা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকির ভিত্তিতে তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর—জোন–১, জোন–২ ও জোন–৩। এর মধ্যে জোন–৩-এর অঞ্চলগুলোকে কম ঝুঁকিপ্রবণ হিসেবে ধরা হয়।

মানচিত্র অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের অনেক জেলা ফল্ট লাইনের কাছাকাছি হওয়ায় বড় কম্পনের ঝুঁকিতে রয়েছে। সাধারণত টেকটনিক প্লেটের সীমানায় থাকা অঞ্চলগুলোতে ভূমিকম্পের মাত্রা ও পুনরাবৃত্তি বেশি দেখা যায়।

কম ঝুঁকিপ্রবণ জেলা (জোন–৩):

খুলনা

যশোর

বরিশাল

পটুয়াখালী

উচ্চ ঝুঁকিপ্রবণ জেলা (জোন–১):

সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা

ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদীর কিছু অংশ

কিশোরগঞ্জ জেলা

কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটির নির্দিষ্ট এলাকা

১৯৭৬–২০১৫ সালের মধ্যে বাংলাদেশে অন্তত পাঁচবার বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের উৎস ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের আশপাশ। বিশেষ করে ভারতের আসাম–মেঘালয় সীমান্তঘেঁষা সিলেট–ময়মনসিংহ অঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাজউকের তথ্য অনুযায়ী, ঢাকায় ২১ লাখ ভবনের মধ্যে ১৫ লাখ দুইতলা বা তার নিচের, যা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু ৪–৩০ তলা পর্যন্ত প্রায় ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের সময় এসব ভবন ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

তাদের পরামর্শ, দ্রুত সংস্কার, রেট্রোফিটিং ও ভূমিকম্প প্রতিরোধী কাঠামোগত শক্তিশালীকরণ জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে