ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

রেড জোন রংপুর অঞ্চল, ১৬ বছরে ১৮৫ ভূমিকম্প

২০২৫ নভেম্বর ২২ ১৪:২৫:৪৪
রেড জোন রংপুর অঞ্চল, ১৬ বছরে ১৮৫ ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালের ২৫ এপ্রিল দুপুরে রংপুর অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, স্থায়িত্ব ছিল ২৫–৩০ সেকেন্ড। সেদিন মানুষ ভয়ে বাসা-বাড়ি, অফিস ও দোকানপাট ছেড়ে রাস্তা ও খোলা মাঠে আশ্রয় নিয়েছিলেন। একই বছরের ৫ জানুয়ারি ৬.৭ মাত্রার দুই দফা কম্পন এবং ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ৬.৮ মাত্রার কম্পনও রংপুরে আতঙ্ক সৃষ্টি করেছিল।

গতকাল (২১ নভেম্বর) নরসিংদির ঘোরাশাল এলাকায় ভূমিকম্প হওয়ায় রংপুরেও সতর্কতা দেখা দিয়েছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশকে ভূ-কম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে। রংপুর দ্বিতীয় স্থানে রয়েছে। যমুনা উপরে মধুপুর ফল্ট ও শিলং ফল্টের মাঝামাঝি অবস্থান থাকায় ঝুঁকি বেশি। রংপুরে ভূ-গর্বস্ত পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সাত মাত্রার কম্পনও ভয়াবহ ধ্বংস ঘটাতে পারে।”

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২৯ বছর আগে রংপুরকে ভূমিকম্পের রেড জোন ঘোষণা করেছে। তবে কার্যকর কোনো উদ্যোগ এখনও চোখে পড়েনি। রংপুর নগরীতে বহু বহুতল ভবন বিল্ডিং কোড না মেনে গড়ে উঠছে, সরকারি বেশ কয়েকটি পরিত্যক্ত ভবন এখনও ব্যবহার করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ২১ নভেম্বর পর্যন্ত রংপুর অঞ্চলে ১৮৫ বার ভূমিকম্প হয়েছে। ২০২০ সালে এই অঞ্চলে ৭৪ বার কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে ৩–৪ মাত্রার কম্পন ৩৫ বার, ৪–৫ মাত্রার ৩৩ বার এবং ৫–৬ মাত্রার কম্পন ৬ বার।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক বাদশা মাসুদ আলম বলেন, “হিমালয়ের কাছাকাছি অবস্থান এবং ভূ-ভৌগোলিক কারণে ৬ মাত্রার বেশি কম্পন হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রয়োজনীয় উপকরণের কিছুটা সংকট আছে, তবে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত কাজ করছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে