ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

কোম্পানির এমডির ৪ লাখ ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা

২০২৫ নভেম্বর ২০ ২২:৫১:১৬
কোম্পানির এমডির ৪ লাখ ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম কোম্পানির ৪ লাখ ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মাধ্যমে তিনি শেয়ার কেনার ঘোষণাটি দিয়েছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজারদরে এসব শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।

শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির কোনো স্পনসর বা পরিচালক বড় পরিমাণ শেয়ার কেনা বা বিক্রির আগ্রহ জানালে তা ডিএসই-কে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে।

কোম্পানি সূত্র বলছে, ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার কেনার এই উদ্যোগ কোম্পানির প্রতি আস্থার প্রতিফলন। সাধারণত কোনো প্রতিষ্ঠানের স্পনসর বা পরিচালক বড় আকারে শেয়ার কিনলে বাজারে আস্থা তৈরি হয় এবং বিনিয়োগকারীরা ইতিবাচক সাড়া দেয়। ফলে কোম্পানির শেয়ারদর ও লেনদেন উভয়ই চাঙা হওয়ার সম্ভাবনা থাকে।

সালভো কেমিক্যালস জানায়, এমডির শেয়ার কেনার এ ঘোষণাটি ২০ নভেম্বর ২০২৫ তারিখে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বাজার পর্যবেক্ষকদের মতে, এটি কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা ও ব্যবসার প্রতি শীর্ষ ব্যবস্থাপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে