ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

টিকে থাকা নিয়ে শঙ্কা মেঘনা সিমেন্টের

২০২৫ নভেম্বর ২০ ২২:৪৪:৩৪
টিকে থাকা নিয়ে শঙ্কা মেঘনা সিমেন্টের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট ভয়াবহ সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। ঋণ খেলাপি হওয়ায় কোম্পানিটি এলসি খুলতে পারছে না, ফলে বন্ধ হয়ে গেছে কাঁচামাল আমদানি। এতে ৩২ কোটি টাকার পরিশোধিত মূলধনের এই কোম্পানির ২৭ মাসেই লোকসান দাঁড়িয়েছে ২০৭ কোটি টাকায়। এমন পরিস্থিতিতে কোম্পানির কার্যক্রম চালিয়ে যাওয়া বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই শঙ্কার কথা উল্লেখ করেছেন নিরীক্ষক। তিনি জানান, আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির পণ্য বিক্রি ভয়াবহভাবে কমে গেছে। ২০২৩–২৪ অর্থবছরে যেখানে বিক্রির পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ টাকা, সেখানে ২০২৪–২৫ অর্থবছরে তা নেমে এসেছে মাত্র ২৭ কোটি ৫০ লাখ টাকায়।

ঋণ পরিশোধে ব্যর্থতা ও খেলাপি হওয়ায় এলসি খুলতে না পারায় কাঁচামালের অভাবে দীর্ঘদিন ধরে কোম্পানির উৎপাদন কার্যত বন্ধ। তবে সম্পূর্ণভাবে অচল হয়ে না পড়তে অন্য কোম্পানির হয়ে উৎপাদনসেবা দিয়ে কোনোভাবে কার্যক্রম সচল রাখার চেষ্টা করছে মেঘনা সিমেন্ট।

নিরীক্ষক প্রতিবেদনে উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটির ভবিষ্যৎ টিকে থাকা নিয়ে গুরুতর সংশয় রয়েছে।

২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৬ টাকা ৫৮ পয়সা ঘাটতি দেখিয়ে মোট লোকসান করেছে ১১৫ কোটি ৫৫ লাখ টাকা। এই লোকসানের কারণে পরিচালনা পর্ষদ ওই অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেই শেয়ারপ্রতি ২১ টাকা ৯০ পয়সা লোকসান করে মোট ক্ষতি হয়েছে ৬৯ কোটি ১৮ লাখ টাকা।

আগের ২০২৩–২৪ অর্থবছরেও মেঘনা সিমেন্ট শেয়ারপ্রতি ৭ টাকা ১৬ পয়সা লোকসান দেখিয়ে ২২ কোটি ৬১ লাখ টাকা ক্ষতি করেছিল। সর্বশেষ দুই অর্থবছর ও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির মোট লোকসান ২০৭ কোটি ৩৪ লাখ টাকা।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা সিমেন্টের পরিশোধিত মূলধন বর্তমানে ৩১ কোটি ৫৯ লাখ টাকা। এর ৪১.৯০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কারছে, ৩৪.৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৩.১১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

সালাউদ্দিন /

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে