ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

সুখবর পেলেন বিএনপির আরও ১ নেতা

২০২৫ নভেম্বর ২০ ১৮:৫৪:৪৬
সুখবর পেলেন বিএনপির আরও ১ নেতা

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে। তিনি আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার করা হয়েছিল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক মো. আছাদ মাতুব্বরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে পুনরায় দলে ফিরিয়ে আনা হয়েছে।”

এটি এসেছে ২৮ নেতাকে দলে পুনর্বহাল করার খবরের পর। সোমবার (১৭ নভেম্বর) বিএনপি ২৮ নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করেছিল। তখন রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডের কারণে বহিষ্কার হওয়া নেতাদের আবেদনের পর পুনর্বহাল করা হয়েছে।

দলটির এই পদক্ষেপকে অভ্যন্তরীণ ঐক্য পুনঃস্থাপনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতাদের পুনর্বহাল করা দলীয় একতা ও ক্ষমতা পুনঃস্থাপনের সংকেত দিচ্ছে। এটি দলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব এবং অংশগ্রহণ বাড়াতে সাহায্য করতে পারে।

এছাড়া, দলীয় সূত্রে জানা গেছে, পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেদনের গুরুত্ব, নেতার অতীত কার্যক্রম ও দলীয় পরিবেশ বিবেচনায় নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে