ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ তিন আসনে ভোটের আগেই বিশেষ বরাদ্দের বিতর্ক

২০২৫ নভেম্বর ২০ ১৮:৫১:২৭
হঠাৎ তিন আসনে ভোটের আগেই বিশেষ বরাদ্দের বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান বাদে বাকি ২৭৩টি প্রতিষ্ঠান পড়েছে ঢাকার মাত্র তিনটি সংসদীয় আসনে—ঢাকা-০৯, ঢাকা-১০ ও ঢাকা-১১।

বিশ্লেষণে দেখা গেছে, ২৭৪টির মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ ১৪৫টি প্রতিষ্ঠান রয়েছে ঢাকা-১০ আসনের ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউ মার্কেট এলাকায়। উল্লেখ্য, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি এই আসনের ভোটার হয়েছেন।

প্রশ্ন উঠেছে, কেন শুধুমাত্র এই তিনটি আসনে বরাদ্দ দেওয়া হলো। উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, বরাদ্দ কাদের সুপারিশে দেওয়া হয়েছে তা তিনি জানেন না এবং সারাদেশে আরও বরাদ্দ হয়েছে। তিনি আরও বলেন, কেউ বরাদ্দের জন্য আবেদন না করলে তা দেওয়া সম্ভব নয়।

এই তিন আসনে বরাদ্দ পাওয়া অন্য নাম করা ব্যক্তিরা হলেন:

ঢাকা-০৯: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা-১১: এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা নির্বাচনের আগে এ ধরনের বরাদ্দকে বিতর্কিত বলছেন। অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে জেলা পরিষদে বিশেষ আসনের জন্য বরাদ্দ দেওয়া “দৃষ্টিকটু” এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

উপদেষ্টা জানান, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকাসহ দেশের আরও কিছু প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। বিশেষজ্ঞরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে