ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ নভেম্বর ১৮ ১৬:২১:০০
এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর জলঢাকা–৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সোহাগ হোসাইন বাবুকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির ছাত্র, যুব ও স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যায় পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ শেষে পুরাতন গরুহাটি মাঠসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা কমিটির সহ–সভাপতি সোহেল রানা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রার্থী সোহাগ হোসাইন বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্বের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা, কর্মীদের হেনস্তা এবং সংগঠনবিরোধী আচরণের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান—

আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি বিতরণ

দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের অবমূল্যায়ন

দপ্তরভিত্তিক বিভাজন তৈরি করে একক আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা

উপজেলা সভাপতিকে অবহেলা করে একতরফাভাবে ইউনিয়ন কমিটি গঠন

এসব কারণে সংগঠনের ভেতরে ক্ষোভ ও বিভক্তি তৈরি হয়েছে।

উপজেলা সভাপতির অব্যাহতি নিয়ে ক্ষোভ

সোহেল রানা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি তাইজুল ইসলাম তাজুকে ১৪ নভেম্বর তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই প্রতিবাদে এবং সকলের সম্মতিতে তারা আজ থেকে ট্রাক প্রতীকের প্রার্থী সোহাগ হোসাইন বাবুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে