ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ

২০২৫ নভেম্বর ১৭ ১৪:৫৭:১১
আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায় ছয়টি ভাগে উপস্থাপন করা হয়েছে।

রায়ের প্রথম অংশ পড়েন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। রায়ের অন্যান্য অংশ পড়েন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে বিভিন্ন সাক্ষাৎকার ও তথ্যাবলি অন্তর্ভুক্ত রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার বিস্তারিত বিবরণ।

বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনালে অডিও, ভিডিওসহ বিভিন্ন তথ্যউপাত্ত উপস্থাপন করা হয়। এছাড়াও, আন্দোলনের সময় নিহত বা আহত ব্যক্তিদের বর্ণনা ও সাক্ষীদের বক্তব্যও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে।

রায়ে বিস্তারিতভাবে বলা হয়েছে, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি ব্যবহার করে হত্যা করা হয়েছে। এছাড়া, মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনও ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়েছে।

গণ–অভ্যুত্থান চলাকালে অভিযুক্ত শেখ হাসিনার বিভিন্ন টেলিফোন আলাপও রায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে