ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

২০২৫ নভেম্বর ১৭ ১১:১৫:২৩
আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে তিনটি পৃথক স্থানে সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি, গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সড়কে লিচুগাছ কেটে চলাচলে বাধা

জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সোমবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে সড়কের পাশে থাকা বড় একটি লিচুগাছ কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এসে গাছটি কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করে।

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

একই রাতে শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় মুখোশধারী এক ব্যক্তি অগ্নিসংযোগের চেষ্টা চালায়। মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অ্যাম্বুলেন্সে আগুন

সোমবার ভোরে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে রাখা একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময়ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো হলেও এর আগেই অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা এবং অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে