ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

দুই কারণে লোকসান থেকে মুনাফায় ডেসকো

২০২৫ নভেম্বর ১৫ ০৭:০৬:০১
দুই কারণে লোকসান থেকে মুনাফায় ডেসকো

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৫৮ কোটি ৩০ লাখ টাকার মুনাফা করেছে। যা গত অর্থবছরের একই ত্রৈমাসিকের ৩২ কোটি ২০ লাখ টাকার বিশাল লোকসান থেকে শক্তিশালী প্রত্যাবর্তনকে চিহ্নিত করে।

কোম্পানির আয়ের তথ্য অনুযায়ী, ডেসকোর এই উল্লেখযোগ্য ব্যবসায়িক উন্নতির পেছনে দুটি প্রধান কারণ রয়েছে—উচ্চ বিতরণ আয় এবং অনুকূল বিনিময় হারের কারণে বিদেশি মুদ্রার লাভ। রাজধানীর পশ্চিম ও উত্তর-পূর্ব এলাকায় বিদ্যুৎ বিতরণকারী এই কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি মুদ্রা লেনদেন থেকে ২৮ কোটি ২০ লাখ টাকা লাভ করেছে, যেখানে গত বছরের একই সময়ে এই খাতে তাদের ৭১ কোটি ৩০ লাখ টাকার লোকসান হয়েছিল।

নিরীক্ষাবিহীন আর্থিক বিবরণী অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিদ্যুৎ সরবরাহ থেকে মোট আয় (রাজস্ব) ৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৭৪ কোটি টাকা হয়েছে। এই বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির বিতরণ মার্জিন প্রতি ১০০ টাকার বিদ্যুৎ বিতরণের জন্য ৭ টাকা ০২ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৮২ পয়সা হয়েছিল। এই বর্ধিত মার্জিন অর্থবছর ২০২৬-এর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ৪৭ পয়সা মুনাফা অর্জনে সহায়তা করেছে। বিতরণ মার্জিন হলো ডেসকো যে দামে বিদ্যুৎ ক্রয় করে এবং খুচরা পর্যায়ে যে দামে বিক্রি করে, তার মধ্যকার পার্থক্য।

মুনাফা প্রকাশের পর বৃহস্পতিবার শেয়ারবাজারে সামগ্রিকভাবে বড় দরপতন হওয়া সত্ত্বেও, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডেসকোর শেয়ার দর ৬ শতাংশেরও বেশি বেড়ে ১৯ টাকা ৪০ পয়সায় উঠেছে।

বিদেশি ঋণ ও মুদ্রার স্থিতিশীলতা

ডেসকো বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে, যার পরিশোধ ডলারে করতে হয়। ত্রৈমাসিকের শেষ দিনের বিনিময় হার অনুযায়ী বিদেশি মুদ্রার লাভ বা লোকসান গণনা করা হয়েছে। গত বছরের একই প্রান্তিকে ডলার-টাকার বিনিময় হার ছিল ১২২ টাকা ৮৫ পয়সা, যা এই বছর সেপ্টেম্বরের শেষে কমে ১২১ টাকা ৮২ পয়সায় হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে নেওয়া অর্থসহ ডেসকোর দীর্ঘমেয়াদী ঋণ এই বছরের সেপ্টেম্বরে ২ হাজার ৯৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা জুনে ছিল ২ হাজার ৯৪৮ কোটি টাকা।

প্রসঙ্গত, সরকার খুচরা বিদ্যুতের দাম না বাড়িয়ে বাল্ক বিদ্যুতের দাম বাড়ানোয় ডেসকো অর্থবছর ২০২৩-এ বড় লোকসানের সম্মুখীন হয়েছিল। মুনাফার মার্জিন কমে যাওয়ার পাশাপাশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিদেশি ঋণের বোঝাও বেড়ে গিয়েছিল। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি অর্থবছর ২০২৫ পর্যন্ত টানা তিন অর্থবছর সম্মিলিতভাবে ১ হাজার ১৭ কোটি টাকা লোকসান করেছিল।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে