ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

শীতে বাড়ে বাত-ব্যথা: খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

২০২৫ নভেম্বর ১১ ১১:৪১:১৮
শীতে বাড়ে বাত-ব্যথা: খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

নিজস্ব প্রতিবেদক: শীত এলেই অনেকের পুরনো বাত-ব্যথা বা জোড়ার ব্যথা মাথাচাড়া দেয়। পায়ের পাতায়, হাঁটু বা গোড়ালিতে ব্যথা—সকালে ঘুম থেকে উঠেই যেন শরীর জুড়ে টান। বিশেষ করে যারা সারাদিন বসে বা দাঁড়িয়ে কাজ করেন, তাদের কষ্ট আরও বাড়ে।

চিকিৎসকেরা বলছেন, নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়ার দরকার নেই। বরং খাদ্যতালিকায় কিছু খাবার রাখলেই প্রাকৃতিকভাবে উপশম পাওয়া সম্ভব।

আমাদের হাড়ের সংযোগস্থলে থাকা স্থিতিস্থাপক টিস্যু কার্টিলেজ বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায়। এতে হাড়ে ঘর্ষণ বাড়ে, প্রদাহ হয়, আর ব্যথা শুরু হয়। তাই খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার যা কার্টিলেজকে রক্ষা করে এবং শরীরের প্রদাহ কমায়।

বাতের ব্যথা কমাতে উপকারী ৫ খাবার

১. সয়া প্রোটিন

হাড় ও সন্ধির জন্য দারুণ উপকারী। সপ্তাহে এক দিন খাদ্যতালিকায় রাখুন।এক কাপ সয়াবিনে থাকে প্রায় ৮.৫ গ্রাম প্রোটিন, আর আধা কাপ টোফুতে ১০ গ্রাম প্রোটিন।

২. আখরোট

আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড প্রদাহ কমাতে সাহায্য করে। রিউমাটয়েড ও অস্টিওআর্থ্রাইটিস—দুই ক্ষেত্রেই এটি কার্যকর। এছাড়া হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্যও উপকারী।

৩. ওটস

ওটস খারাপ কোলেস্টেরল কমায় ও শরীরে প্রদাহ প্রতিরোধ করে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট বাতের ব্যথা কমাতে সাহায্য করে।

৪. গ্রিন টি

ওজন কমানোর পাশাপাশি গ্রিন টি-ও এক প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি পানীয়। নিয়মিত এক কাপ গ্রিন টি পান করলে শরীরের প্রদাহ কমে ও ব্যথা উপশম হয়।

৫. ভিটামিন সি-সমৃদ্ধ খাবার

আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন সি অপরিহার্য।নিয়মিত খেতে পারেন কমলা, লেবু, স্ট্রবেরি, চেরি, বেল পেপার ও ফুলকপি।

শীতে শরীর গরম রাখা, হালকা ব্যায়াম করা ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চললেই বাত-ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে