ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

এক প্যাকেট সিগারেট = ৫ আনা স্বর্ণ!

২০২৫ নভেম্বর ০৩ ১৭:৪০:৩৫
এক প্যাকেট সিগারেট = ৫ আনা স্বর্ণ!

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও অর্থ—উভয়েরই বড় শত্রু সিগারেট। প্রতিদিন ধূমপান করলে শুধু শরীরই নয়, টাকাও উড়ে যায়। তবে হিসাব করলে দেখা যাবে, এই খরচ বাঁচালেই আপনার স্ত্রী প্রতি বছর কিনতে পারবেন স্বর্ণের গয়নাও।

ধরা যাক একজন ধূমপায়ী প্রতিদিন ১ প্যাকেট সিগারেট খান। এক প্যাকেটের দাম গড়ে ১৫০–২০০ টাকা। এই হিসাবে বছরে খরচ দাঁড়ায় প্রায় ৫৪–৭২ হাজার টাকা। ধরুন ৬০ হাজার টাকা বাঁচল—এই টাকায় ২১ ক্যারেটের প্রায় ৫ আনা স্বর্ণ কেনা সম্ভব।

৫ আনা স্বর্ণে আপনার স্ত্রী পেতে পারেন একটি চেইন, বড় আকারের আংটি, কানের দুল বা হালকা আকর্ষণীয় ব্রেসলেট। ফলে ধূমপান বন্ধ করলে শুধু স্বর্ণ নয়, স্বাস্থ্যও রক্ষা পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে, ধূমপান ক্যান্সার, শ্বাসযন্ত্রের সমস্যা এবং হৃদরোগের মতো অসংখ্য রোগের প্রধান কারণ। তাই স্বাস্থ্য ও অর্থ—উভয় দিকেই সিগারেট ত্যাগই নিরাপদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে