ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

ফারইস্টের সাবেক চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে

২০২৫ নভেম্বর ১০ ১৫:২৭:৩১
ফারইস্টের সাবেক চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান এম এ খালেককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ রিমান্ডের আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভবন নির্মাণ প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক মশিউর রহমান তদন্ত শুরু করেন। তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে জামিনের বিষয়ে শুনানি হবে বলে আদালত নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, এম এ খালেক দায়িত্বে থাকাকালে কোম্পানির আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশে প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও একটি ভবন ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় ক্রয় করে। কিন্তু ওই অর্থের একটি বড় অংশ বিক্রেতার কাছে পৌঁছায়নি। বিক্রেতাকে দেওয়া অর্থের মধ্যে ৪৫ কোটি টাকা গোপনে অন্যত্র স্থানান্তর করা হয়।

তদন্তে জানা গেছে, আত্মসাৎ করা ওই টাকার মধ্যে ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা মো. আজহার খান এম এ খালেকের নামে ৫ কোটি টাকা, তার স্ত্রী সাবিহা খালেকের নামে ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেদের নামে ৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করেন।

দুদক জানিয়েছে, এ ঘটনায় এম এ খালেকসহ কয়েকজনের বিরুদ্ধে দুদক প্রতিরোধ আইন, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় আরও কারা জড়িত ছিলেন তা জানতে এম এ খালেককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে