ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি নেতা শেখ হাসিনাকে বললেন জিয়ার ‘অর্ধাঙ্গিনী

২০২৫ নভেম্বর ১০ ১২:১৪:৩৬
বিএনপি নেতা শেখ হাসিনাকে বললেন জিয়ার ‘অর্ধাঙ্গিনী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যিনি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এমন একটি মন্তব্য করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন।

ভিডিওতে দেখা যায়, মেহেদী হাসান সেলিম বক্তৃতার সময় বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

এই মন্তব্যের পর সভায় উপস্থিত অন্যান্যরা সঙ্গে সঙ্গে তার ভুল ধরিয়ে দেন। মেহেদী হাসান তখন নিজের বক্তব্য ঠিক করার চেষ্টা করেন, কিন্তু ভিডিওর রেকর্ডিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

ভাইরাল হওয়া ভিডিও: মাত্র ১৪ সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মেহেদী হাসান সেলিমের মন্তব্য: ঘটনার পর তিনি জানান, তার কথায় যে ভুল হয়েছে তা ছিল নিছক ‘স্লিপ অব দ্য টাং’। বক্তৃতা দিতে গিয়ে তিনি ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়ারের নামের পরিবর্তে শেখ হাসিনার নাম উচ্চারণ করেছেন। তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে