ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে বড় পরিবর্তন

২০২৫ নভেম্বর ০১ ০৯:৪৫:৩৬
আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস পর আজ (শনিবার) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানতে হবে সরকারের নির্ধারিত ১২টি নির্দেশনা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান,“সেন্ট মার্টিনের পরিবেশ সংরক্ষণে সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পূর্বে টেকনাফ থেকে জাহাজ চলাচল করলেও এখন নিরাপত্তার স্বার্থে কক্সবাজার শহর থেকে সরাসরি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাবে।”

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন,“পর্যটকদের অনলাইনে ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে—যার অনুপস্থিতিতে টিকিট অকার্যকর বলে গণ্য হবে।”

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ যাতায়াত করবে। আইনগত কারণে উখিয়ার ইনানী থেকে যাত্রার সুযোগ থাকছে না।

গত ২৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নীতিগত সম্মতির চিঠি পাঠানোর পর এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন,“সরকারি নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে এবং পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দ্বীপটির পরিবেশ রক্ষায় গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে