ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

‘নো ডিভিডেন্ড’-এর শেয়ারের তেজ বেশি!

২০২৫ নভেম্বর ০১ ০৭:১০:৩২
‘নো ডিভিডেন্ড’-এর শেয়ারের তেজ বেশি!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সাধারণত এ ধরনের নেতিবাচক সংবাদ শেয়ারের দরপতনের কারণ হয়, কিন্তু কোম্পানিটির ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। ডিভিডেন্ড না দেওয়ার পরও সপ্তাহ শেষে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহে শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা। এক সপ্তাহ পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯০ পয়সায়, অর্থাৎ ৪৮.৫৮ শতাংশ বা ৩০ টাকা ৭০ পয়সা বৃদ্ধি পেয়েছে।

‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পরও দাম বাড়ার কারণ

কোম্পানির পরিচালনা পর্ষদ গত ২৭ অক্টোবর (সোমবার) ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দেয়। এর আগের বছর (২০২২-২৩ অর্থবছর) কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

তবে এবার ডিভিডেন্ড না দেওয়ার খবরেও বিনিয়োগকারীরা হতাশ না হয়ে মনোযোগ দিয়েছেন কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) শক্তিশালী আর্থিক প্রতিবেদনের দিকে।

প্রান্তিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৬ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল প্রতি শেয়ারে ৮৮ পয়সা লোকসান।

একই সময়ে কোম্পানির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ২৪ পয়সায়, যা গত ৩০ জুনের ১ টাকা ৩৮ পয়সা থেকে প্রায় ২০৭ শতাংশ বেশি।

এই অভূতপূর্ব আর্থিক উন্নতিই মূলত ডিভিডেন্ড না দেওয়ার নেতিবাচক প্রভাবকে ছাপিয়ে গিয়ে শেয়ারের দামে বড় উল্লম্ফন ঘটিয়েছে।

নন-অপারেটিং ইনকামের বড় ভূমিকা

কোম্পানিটি জানায়, ইপিএস বৃদ্ধির মূল কারণ হলো ১২ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৮৯৬ টাকার নন-অপারেটিং ইনকাম (অ-পরিচালন আয়) বৃদ্ধি।

ডিভিডেন্ড ঘোষণার দিন থেকেই (২৭ অক্টোবর) কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ওই দিন ডিএসই থেকে শেয়ারটির ওপর কোনো মূল্যসীমা আরোপ করা হয়নি, ফলে শেয়ারটির দর ২৩.১৯ শতাংশ বেড়ে ৭৮ টাকা ১০ পয়সা হয়।

এরপরও ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে এবং ৩০ অক্টোবর শেয়ারটির ক্লোজিং দর পৌঁছে ৯৩ টাকা ৯০ পয়সায়, যা ছিল সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা (৯.৯৫%)।

বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা

কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৩ কোটি ২ লাখ। বাজার বিশ্লেষকদের মতে, ডিভিডেন্ড বিতরণ না করে কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিতে পারে, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক সংকেত।তবে তারা সতর্ক করে বলেন, শেয়ারের দাম বৃদ্ধির পেছনে একটি চক্র সক্রিয় থাকতে পারে, তাই নতুন বিনিয়োগের আগে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে