ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রীকে চুমু দেওয়ার চেষ্টা আরেক প্রধানমন্ত্রীর

২০২৫ অক্টোবর ২৯ ০৯:৩৫:৩৫
প্রধানমন্ত্রীকে চুমু দেওয়ার চেষ্টা আরেক প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে চুমু দেওয়ার চেষ্টা করেছেন পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও। তবে কৌশলে মুখ ফিরিয়ে নেন জাপানের প্রধানমন্ত্রী। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে এই ঘটনাটি ঘটে, যা এখন আলোচনার জন্ম দিয়েছে সামাজিকমাধ্যমে।

বিশ্বজুড়ে সৌহার্দ প্রকাশের একটি প্রচলিত রূপ হিসেবে চুমুর ব্যবহার থাকলেও, পূর্ব তিমুরের প্রধানমন্ত্রীর এই আচরণকে অনেকেই অশোভন ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে সমালোচনা করেছেন।

পূর্ব তিমুর এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। গেল রবিবার দেশটি আসিয়ান জোটের ১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। প্রায় ১৪ লাখ জনসংখ্যার এই দেশটি প্রায় অর্ধশতাব্দী ধরে আসিয়ানের সদস্যপদ পাওয়ার স্বপ্ন দেখছিল।

সদস্য হওয়ার পর এক বক্তৃতায় প্রধানমন্ত্রী জানানা গুসমাও বলেন,“এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা হবে। বাণিজ্য ও বিনিয়োগ খাতে অসীম সুযোগ তৈরি হবে। এটি কেবল একটি স্বপ্নের বাস্তবায়ন নয়; বরং নতুন যাত্রার শক্তিশালী প্রত্যয়।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে