ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

নিজের অপহরণের গল্প সাজালেন খতিব, পুলিশ রিপোর্টে যা বলা হলো

২০২৫ অক্টোবর ২৮ ১৮:৫৫:৩৯
নিজের অপহরণের গল্প সাজালেন খতিব, পুলিশ রিপোর্টে যা বলা হলো

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজী (৬০) যে অপহরণের মামলা দায়ের করেছিলেন, পুলিশ জানিয়েছে এটি সত্য নয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি নিজেই পায়ে শিকল লাগিয়ে অপহরণের নাটক সাজিয়েছেন।

মোহেববুল্লাহ ২৩ অক্টোবর পঞ্চগড়ে উদ্ধার হন। তখন দুই পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।

২৪ অক্টোবর টঙ্গী পূর্ব থানায় তিনি অভিযোগ করেন, ২২ অক্টোবর সকালে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়েছে, চোখ বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে।

তবে পুলিশের তদন্ত এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী, অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি নিজে হেঁটে পঞ্চগড়ে গিয়েছেন।

ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত তিনি নিজে বাসে চড়ে ও হেঁটে গেছেন, কোনো অ্যাম্বুলেন্স বা অপহরণের প্রমাণ নেই।পঞ্চগড়ে পৌঁছে শারীরিক অসুস্থতার কারণে রাস্তার পাশে শিকল দিয়ে শুয়ে পড়েন, যা পরে উদ্ধার হয়।পুলিশ অব্যাহতভাবে যাচাই-বাছাই করছে, কোনও গোষ্ঠী বা প্ররোচনার প্রমাণ এখনও নেই।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেছেন:“মামলাটি এখনও তদন্তাধীন। পুরো বিষয় স্পষ্ট করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে