ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

রিপিট ক্যাডার নিয়ে প্রজ্ঞাপনে যা বলা হয়েছে

২০২৫ অক্টোবর ২৮ ১৯:৩৩:৫৩
রিপিট ক্যাডার নিয়ে প্রজ্ঞাপনে যা বলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে বিসিএসে একই ক্যাডারে পুনরায় নিয়োগের সুযোগ বন্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপনের মূল বিষয়গুলো:

বিসিএসে কোনো সার্ভিস বা ক্যাডারে কর্মরতদের মধ্যে কাউকে অন্য বিসিএসের একই ক্যাডারে সুপারিশ করা হবে না।

আগের বিসিএসে কোনো ক্যাডারে সুপারিশ পাওয়া পরেও যোগদান না করলে, অন্য বিসিএসেও একই ক্যাডারে সুপারিশ হবে না।

আগের কোনো বিসিএসে যোগদানের অনিচ্ছা প্রকাশ করলে, অন্য বিসিএসেও ওই ক্যাডারে সুপারিশ করা হবে না।

পিএসসি চাইলে এমন প্রার্থীদের চূড়ান্ত ফলাফলে বাদ দিতে পারবে।

নতুন বিধি অনুযায়ী, পিএসসি কোনো প্রার্থীর সুপারিশ করার আগে বিবেচনা করবে:

প্রার্থীর দেওয়া লিখিত তথ্য।

কমিশনের নিজস্ব তথ্য।

প্রার্থীর আগের বিসিএস পরীক্ষার তথ্য।

নতুন বিধিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যে সার্ভিস বা ক্যাডারে কর্মরত, সেই একই সার্ভিস বা ক্যাডারের জন্যই তিনি মনোনয়নযোগ্য। আগের বিসিএস পরীক্ষায় মনোনয়ন পেয়েও যোগদান না করলে পুনরায় সেই ক্যাডারের জন্য মনোনয়নযোগ্য।

তবে, পিএসসি ক্ষেত্রবিশেষে এই ধরনের প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে বা চূড়ান্ত ফলাফলে বাদ দিতে পারবে।

সম্পূরক ফলাফলের মাধ্যমে পিএসসি শূন্য পদে অন্য প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত করে সরকারের কাছে সুপারিশ করতে পারবে। এতে প্রথম ঘোষিত ফলাফলে কোনো প্রার্থীর মেধা বা পছন্দক্রম ক্ষতিগ্রস্ত হবে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে