ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

এক বছরে বন্ধ ২৫৮ গার্মেন্টস, শ্রমিক অস্থিরতায় বিপাকে শিল্পখাত

২০২৫ অক্টোবর ২৯ ০০:৪৬:৩৫
এক বছরে বন্ধ ২৫৮ গার্মেন্টস, শ্রমিক অস্থিরতায় বিপাকে শিল্পখাত

নিজস্ব প্রতিবেদক: গত এক বছরে দেশে ২৫৮টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, “অধিকার আদায়ের নামে শ্রমিকদের সংগঠিত আন্দোলন অনেক সময় উৎপাদন বন্ধের কারণ হয়েছে। এক অঞ্চলের অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ছে অন্য শিল্পঘন এলাকাগুলোতে। এতে উদ্যোক্তারা নতুন করে উৎপাদন স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, সাম্প্রতিক উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত—মাত্র ২০ জন শ্রমিক থাকলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে—এটি শিল্পখাতকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

এলডিসি থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, “নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত না করে এলডিসি গ্র্যাজুয়েশন হলে দেশের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে। বিনিয়োগ কমবে এবং রফতানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।”

বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ সম্পর্কে সতর্ক করে মাহমুদ হাসান খান বাবু বলেন, “এই অধ্যাদেশ অযৌক্তিকভাবে কার্যকর হলে বিদেশি বিনিয়োগ হ্রাস পাবে। এতে শিল্পখাত অস্থির হয়ে পড়বে এবং সামগ্রিক অর্থনীতি দুর্বল হবে।”

এছাড়া তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে এক লাফে ৪১ শতাংশ মাশুল বাড়ানোর সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। তার মতে, “এ ধরনের আকস্মিক সিদ্ধান্ত রফতানি বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।”

তিনি বলেন, “শ্রমিক কল্যাণে নেওয়া ভবিষ্যৎ তহবিল এবং সার্বজনীন পেনশন স্কিম—দুটি উদ্যোগই প্রশাসনিক জটিলতা ও খরচ বাড়াবে। পাশাপাশি তহবিল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করবে।”

বিজিএমইএ সভাপতি দৃঢ় কণ্ঠে বলেন, “শিল্পবান্ধব নীতি তৈরির আগে শিল্প নেতাদের সঙ্গে পরামর্শ করা জরুরি। সরকার যদি বিদেশিদের সময় বেশি দেয় আর দেশীয় উদ্যোক্তাদের উপেক্ষা করে, তাহলে ব্যবসা-বাণিজ্যে নতুন সংকট তৈরি হবে—আর সেই ক্ষতির দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে।”

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে